ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৫ জুয়াড়ির জেল-জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
মধুপুরে ৫ জুয়াড়ির জেল-জরিমানা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পাঁচ জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও দুইশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার আশ্রা গ্রামের মৃত সফর আলীর ছেলে শাহজাহান মিয়া (৩৮), মহিষমারা শেরপুর গ্রামের মৃত আমান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫), মৃত আদম আলীর ছেলে আরিফ হোসেন (৩৫), মো. আব্দুল কাদেরের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও মৃত আন্তাজ আলীর ছেলে আবুল হোসেন (৩০)।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে আলোকদিয়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আহাদুল ইসলামের নেতৃত্বে পুলিশ মহিষমারা শেরপুর গ্রামের শামছুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচ জুয়াড়িকে আটক করে।

পরে শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।