ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্বর্ণের দোকান লুট, গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বগুড়ায় স্বর্ণের দোকান লুট, গুলিবিদ্ধ ২ গুলিবিদ্ধ ডাকাত /ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরের নিউমার্কেটে আল হাসান জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে লুট করেছে এক দল ডাকাত। এ ঘটনায় স্বর্ণের দোকান মালিক গুলজার রহমান ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাইক্রোবাস যোগে এক দল ডাকাত এসে ওই দোকানে লুটপাট চালায়।

দোকানের ভিতরে ঢুকে তারা দোকান মালিক গোলজারকে গুলি করে। এ সময় মার্কেট এলাকায় তারা ৭/৮টি ককটেল বিস্ফোরণও ঘটায়। এক পর্যায়ে মার্কেটের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা সটকে পড়ে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯১৭৩) জব্দ করে। একই সঙ্গে খোয়া যাওয়‍া স্বর্ণালঙ্কার ও মালমাল উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত আটকের পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এসপি মো. আসাদুজ্জামান। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭/ আপডেট: ১০১২ ঘণ্টা
এমবিএইচ/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।