ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
গোবিন্দগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে

গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনা তদন্তে উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্তদলের কাজ চলছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামারে আসেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহ।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সাঁওতালদের সঙ্গে কথা বলেন এবং তাদের জবানবন্দি রেকর্ড করেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।