ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৪৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বরগুনায় ৪৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনা: বরগুনার বিষখালী নদীতে অভিযান চালিয়ে জব্দ করা ৪৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বরগুনা জেলা মৎস্য অফিসের নেতৃত্বে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার ছোট ফাঁসের কারেন্ট ও চরগড়া জাল জব্দ করা হয়।

বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলফাজ উদ্দীন শেখ বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। সকাল সাড়ে ৯টার দিকে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।