বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল সরকার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রামাণিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালক একা দায়ী নয়। এজন্য পুরো সিস্টেম দায়ী। তাই সিস্টেমকে আগে ঠিক করতে হবে। এরপর চালকদের দুর্ঘটনার জন্য দায়ী করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমবিএইচ/জেডএস