বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম।
তিনি জানান, লিটন হত্যায় আটক জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল এ কাদের খাঁনের পরিকল্পনায় আব্দুল হান্নান, মেহেদী হাসান, শাহীন ও রানা হত্যাকাণ্ড সংঘটিত করে।
এর আগে, রানা ছাড়া বাকী তিনজন আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে ঢাকা থেকে বুধবার দিবাগত রাতে আমিনুর ইসলাম রানাকে গ্রেফতার করে গাইবান্ধায় আনা হয়েছে।
দুপুরে রানাকে ১৬৪ ধারার জবানবন্দির জন্য আদালতে হাজির করা হবে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও একটি অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
গ্রেফতার আমিনুর ইসলাম রানা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভোলারায় কাজীর ভিটা গ্রামের কংশের আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ২৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ