বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বারহাট্টা সড়কে সংগঠনের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মো. আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাদেক মিয়া প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, বাস চালক জমির হোসেনের সাজার রায় বহাল থাকলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল সিনেমার সুটিং স্পট দেখে তারেক মাসুদ, তার স্ত্রী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনিরসহ ৯জন মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-০৩০২) সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৮) সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনিরসহ মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন।
ওই সড়ক দুর্ঘটনার মামলায় ২২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর সোয়া ১২টায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে বিচারক আল-মাহমুদ ফাইজুল কবীর বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
জিপি/বিএস