ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা বেগম মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনোয়ারা বেগম মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কোটচাঁদপুর-জীবননগর সড়কের জামতলা এলাকায় রাস্তা পর হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওয়াদুদুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।