এতে বগি দু’টির ১৪টি চেয়ার, ৩টি ফ্যান ও ৫টি জানালার কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে জংশনের হেড স্টেশন মাস্টার আনছার আলী মৃধা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু তিনি অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সান্তাহার রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই