ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নারী মাদক বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বগুড়ায় নারী মাদক বিক্রেতা কারাগারে

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ আলেয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার শাহনগর বড়ইতোলা এলাকা থেকে হেরোইনসহ পুলিশ তাকে আটক করে। আলেয়া পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার স্ত্রী।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান এসআই ফজলুল হক।    
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।