ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করলেন নুরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করলেন নুরুল মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করলেন নুরুল

বরিশাল: নিজের স্ত্রী, ভাই, বোন ও সমাজের সবার কাছে ঘৃণার পাত্র হওয়ায় মাদক বিক্রি ছেড়ে অবশেষে আলোর পথে আসার অঙ্গীকার করলেন বরিশাল জেলার গৌরনদীর মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী।

তিনি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত অহেদ আলী বেপারীর ছেলে ও গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন বেপারীর বড় ভাই।

“আর নয় মাদক, এবার আলোর পথে হাঁটতে চাই” এই অঙ্গীকারে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশের কাছে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এসময় পুলিশ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্ত্রী, ভাই-বোনদের নিয়ে স্বেচ্ছায় গৌরনদী থানায় এসে হাজির হন মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী।  

এসময় তিনি আর মাদক ব্যবসা করবেন না বলে জানান। একজন ভালো মানুষ হওয়ার জন্য শপথ নিয়ে তাবলিক জামাতের ৪১ দিনের চিল্লায় যাওয়ার বিষয়টিও বলেন।

ওসি বিষয়টি পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে অবহিত করেন। পরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম মাদক বিক্রি ছেড়ে আলোর পথে আসা ও শুভবুদ্ধি হওয়ায় নুরুল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলেই গৌরনদীর মদিনা মার্কাস মসজিদ থেকে অন্যান্য মুসুল্লিদের সঙ্গে নুরুল ইসলাম বেপারী ৪১ দিনের জন্য তাবলীগে বের হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।