ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বদরগঞ্জে কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার 

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গুনু ক্যালকাটা (৪০) নামে এক ৩ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার লোহানীপাড়া ইউপির ঘিল্লাই বিদ্যাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গুনু ঘিল্লাই বিদ্যাপাড়ার শিবরাম ক্যালকাটার ছেলে।

 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গুনু মাদক মামলার ৩ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিক্তিতে ভোরে বদরগঞ্জ থানার উপ-পরিদশর্ক (এসআই) আতিকুর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।