শুক্রবার (৩ নভেম্বর) সকালে খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও রিপন কুমার মোদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে জেলার ৯টি উপজেলা থেকে দুটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী খেলায় ‘ক’ গ্রুপ থেকে চিলমারী উপজেলা রাজারহাট উপজেলার ও উলিপুর উপজেলা ভুরুঙ্গামারী উপজেলার বিপক্ষে এবং ‘খ’ গ্রুপ থেকে রাজিবপুর উপজেলা নাগেশ্বরী উপজেলার এবং রৌমারী উপজেলা ফুলবাড়ী উপজেলার বিপক্ষে অংশ নেয়।
চূড়ান্ত খেলা রোববার (৫ নভেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এফইএস/আরআর