শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগে মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রঞ্জিতকে আমার মোবাইল নাম্বার ক্লোন করে কেল দিয়ে ২০ হাজার টাকা চায় একটি প্রতারক চক্র।
পরে আমাকে কল করে রঞ্জিত টাকার কথা বললে বিষয়টি বুঝতে পারি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআর