শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাবখান গ্রামে এ ঘটনা ঘটে। এশা গাবখান গ্রামের নয়ন ফকিরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নিচে খালের মধ্যে পড়ে যায় এশা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে এশার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন এশার বাবা নয়ন ফকির।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএস/এএ