ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠিতে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে এশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাবখান গ্রামে এ ঘটনা ঘটে। এশা গাবখান গ্রামের নয়ন ফকিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নিচে খালের মধ্যে পড়ে যায় এশা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।

দুপুরে এশার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন এশার বাবা নয়ন ফকির।

বাংলা‌দেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।