ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড় ধস ও প্রতিকার বিষয়ে রাঙামাটিতে সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
পাহাড় ধস ও প্রতিকার বিষয়ে রাঙামাটিতে সেমিনার পাহাড় ধস ও প্রতিকার বিষয়ে রাঙামাটিতে সেমিনার

রাঙামাটি: পাহাড় ধস ও প্রতিকার বিষয়ে রাঙামাটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি পর্যটন মোটেল সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধকার ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রবির কুমার সেনের সঞ্চালনায় প্রকৌশলী উদয় শেখ দত্ত, প্রকৌশলী মতিউর রহমান, রাঙামাটি চেম্বার অব কমার্স’র সভাপতি বেলাল হোসেন ভূইয়া, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা আলোচনায় অংশ নেন।

সেমিনারে জানানো হয়, বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর প্রচুর পরিমাণ এবং টানা বৃষ্টির কারণে ভূমি ধস হচ্ছে। এছাড়া পাহাড় কেটে বাড়ি নির্মাণ ও ঘনবসতি, অনুমোদনবিহীন এবং অপরিকল্পিত উঁচুতলা ভবন নির্মাণ, জুম চাষ প্রভৃতির কারণে পাহাড়ে ভূমি ধস হচ্ছে।

সেমিনারে বক্তারা প্রতিকার বিষয়ে বলেন, ব্রিটিশরা বলেছিল পাহাড়ে কাঠের কিংবা বাঁশের বাড়ি নির্মাণ করা যাবে। কিন্তু মানুষ না বুঝে কংক্রিটের বাড়ি নির্মাণ করছে। এজন্য সচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরো বলেন, পাহাড়ে বাড়ি করতে হলে মাটি পরীক্ষা করতে হবে। এজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা করতে হবে। ইঞ্জিনিয়ারিং নিয়ম ছাড়া বাড়ি নির্মাণ না করার পরামর্শ দেন বক্তারা। এছাড়া জুম চাষিদের জন্য জুম চাষের বিকল্প হিসেবে অন্যান্য ফল-ফলাদি কিংবা মিশ্র বাগান করার জন্য সেমিনারে পরামর্শ দেয়া হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি তরুণ কান্তি ঘোষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।