ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় ট্রাক-ভটভটি সংঘর্ষে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
মান্দায় ট্রাক-ভটভটি সংঘর্ষে কিশোর নিহত

নওগাঁ: নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই ভটভটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনি রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের কোরবান আলীর ছেলে।

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলেদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমদাদুল হক (৩২) ও দক্ষিণ আন্দারকুটা গ্রামের আফজাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৫)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।