শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
পৌর আওয়ামী লীগের ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. রাসেল মাহমুদ মান্না প্রমুখ।
বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআইএস/