ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উদ্ধার করা হয়েছে দু’টি চোরাই মোটরসাইকেল।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়ার এন্তাজ আলীর ছেলে মাহিদুর রহমান (৩০), একই উপজেলার শ্যামপুরের খোশাল আলীর ছেলে কামাল হোসেন (৩৮) ও আজমতপুরের আজিজুল হকের ছেলে তরিকুল ইসলাম (২৭)।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।