ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু

ঢাকা: ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, নতুন ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সম্প্রতি সময়ে আরো শক্তিশালী হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় এসে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

ভারতের বাণিজ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি, ভাষা ছাড়াও অন্যান্য বিষয় দুই দেশ গভীরভাবে ধারণ করছে।

দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সুরেশ প্রভু সোমবার সন্ধ্যায় (২৪ সেপ্টেম্বর) ৫ দিনের সফরে বাংলাদেশ সফরে এসেছেন। সন্ধ্যায় ঢাকায় পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  সুরেশ প্রভুর এ সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির ব্যাপারে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।  

চলতি বছর এপ্রিলে সুরেশ প্রভুকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেন তিনি। সুরেশ প্রভু ভারতের বিমান মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।

গ্রাম-জাগরণ দেখতে ভোলায় যাবেন সুরেশ প্রভু 

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।