সোমবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় এসে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।
ভারতের বাণিজ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি, ভাষা ছাড়াও অন্যান্য বিষয় দুই দেশ গভীরভাবে ধারণ করছে।
উল্লেখ্য, সুরেশ প্রভু সোমবার সন্ধ্যায় (২৪ সেপ্টেম্বর) ৫ দিনের সফরে বাংলাদেশ সফরে এসেছেন। সন্ধ্যায় ঢাকায় পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সুরেশ প্রভুর এ সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির ব্যাপারে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর এপ্রিলে সুরেশ প্রভুকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেন তিনি। সুরেশ প্রভু ভারতের বিমান মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
গ্রাম-জাগরণ দেখতে ভোলায় যাবেন সুরেশ প্রভু
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিআর/আরএ