ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উলিপু‌রে অ‌টো‌রিকশার ধাক্কায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
উলিপু‌রে অ‌টো‌রিকশার ধাক্কায় শিশু নিহত

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপ‌জেলায় ব্যাটারিচা‌লিত অ‌টো‌রিকশার ধাক্কায় শামিরা (৮) না‌মে একটি শিশু নিহত হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দি‌কে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। ‌নিহত শা‌মিরা হা‌তিয়া ইউনিয়‌নের দীঘলহাইল্যা গ্রামের শামসুল হকের মে‌য়ে।


 
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজ‌কে ব‌লেন, সন্ধ্যায় হাজির বাজার থেকে বাড়ি ফিরছিল শামিরা। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে স‌জো‌রে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।  

স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  কুড়িগ্রাম সদর হাসপাতালে নি‌লে সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৪, ২০১৮
এফইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।