ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘নির্বাচনে নারীর অংশগ্রহণ মানে একজন বড় প্রার্থী পাওয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
‘নির্বাচনে নারীর অংশগ্রহণ মানে একজন বড় প্রার্থী পাওয়া’ আলোচনা সভা, ছবি: বাংলানিউজ

সিলেট: রাজনীতিতে নারীর অংশগ্রহণ মানে একজন বড় প্রার্থী পাওয়া বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে নগরের একটি অভিজাত হোটেলে নির্বাচনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা শীর্ষক এক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন।

ইউএন ওম্যান, ইউনাইটেড ন্যাশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের যৌথ উদ্যোগে ‘সাপোর্ট টু দ্যা বাংলাদেশ পার্লামেন্ট ইলেকশন-২০১৮’ প্রকল্পের অধীনে এ অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সবার। এ যাবত কোনো ভোটে নারীর কারণে আক্রান্ত হওয়ার ঘটনা নেই। তারপরও বিভিন্নভাবে নারীর প্রতি সহিংস আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, নারীরা যাতে নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের একটি অন্যতম অগ্রাধিকার। সবার জন্য একটি গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠান হবে। তাই নারীদের এগিয়ে যাওয়ার প্রতি আলোকপাত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের প্রতিনিধি সাইফুল হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুল হক, সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইসরাইল হোসেন, ইউএন প্রতিনিধি আকসোকি হিরোকাওয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাহেদা শারমিন, আনোয়ারা বেগম প্রমুখ।  

এরআগে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা বিষয়ে সচেতনামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে গিয়ে সমবেত হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।