ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় দুই যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
নেত্রকোনায় দুই যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর পৃথক উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে শফিকুল ইসলাম নামে একজনের পরিচয় জানা গেলেও অপর যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ মরদেহ দু'টি উদ্ধার করে।

নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কলমাকান্দা উপজেলা থেকে উদ্ধার মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। অপরদিকে দুর্গাপুর উপজেলা থেকে উদ্ধার হওয়া নিহত শফিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ কুলুঞ্জা গ্রামের মিরাস উদ্দিনের ছেলে।

অজ্ঞাত মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু'টি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।