শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি চলে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিশু সমাবেশে অংশ নেবেন। ওই সমাবেশে শিশু প্রতিনিধি লামিয়া শিকদার সভাপতিত্ব করবেন।
এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে গোপালগঞ্জ।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের স্বাগত জানাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মহাসড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে যাবতীয় সাজ-সজ্জার কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু ভবনসহ সমাধি সৌধ কমপ্লেক্সের যাবতীয় স্থাপনা রং করণসহ পরিস্কার-পরিছন্নের কাজ শেষ হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বাংলানিউজকে বলেন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এনটি