শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগরের সাগরপাড়া ছোট বটতলা এলাকার চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- মহানগরের সাগরপাড়া বটতলা এলাকার মৃত নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪২), জেলার গোদাগাড়ী উপজেলার সাব্দিপুর গ্রামের মাহবুব আলমের ছেলে রকিবুল হাসান সোহাগ (২৮) ও ঢাকার নবাবগঞ্জের চকবাড়ী এলাকার চান মিঞার ছেলে বাপ্পী লাহরি বাপ্পী (২৪)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মহানগর গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান ফোর্স নিয়ে সাগরপাড়ার ওই চারতলা বাড়িতে অভিযান চালান। এসময় এক হাজার ২০ পিস ইয়াবা এবং কষ্টিপাথর সাদৃশ্য পাথর ও বিভিন্ন দেশের কিছু মুদ্রাসহ ওই তিনজনকে আটক করা হয়।
ইফতে খায়ের আলম জানান, বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসএস/আরবি/