ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদক ‘আইস’ তৈরির ল্যাবের মালিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
মাদক ‘আইস’ তৈরির ল্যাবের মালিক আটক

ঢাকা: মাদকের ভয়াবহ আগ্রাসনের মধ্যেই সম্প্রতি নতুন মাদক এমডিএমএ ও আইস পাওয়ার পর এবার ওই মাদক তৈরির ল্যাবরেটরির মালিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক হাসিব মোয়াম্মার রশিদ (৩২) নামে ওই যুবক অধিদফতরের ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক চোরাচালানকারী।

শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম বাংলানিউজকে জানান, নতুন মাদকের সন্ধানের সূত্র ধরে জিগাতলার একটি বাসার বেজমেন্টে মাদক ‘আইস’ তৈরির একটি ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়।

তবে ওই ল্যাবের মালিক হাসিব ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে মিরপুর থেকে তাকে আটক করা হয়।

** নতুন মাদক এমডিএমএ-আইস

গত ২৭ ফেব্রুয়ারি জিগাতলার ৭/এ নম্বর সড়কের ৬২ নম্বর বাসা থেকে এমডিএমএ ও আইস নামে নতুন মাদক উদ্ধার করা হয়। অভিযানে ওই ভবনের বেজমেন্টে মাদক তৈরির অত্যাধুনিক ল্যাবরেটরির সন্ধান পায় সংস্থাটি।

উচ্চক্ষমতাসম্পন্ন মস্তিষ্ক বিকৃতিকারক ওষুধের (সিউডোএফিড্রিন) প্রস্তুতের প্রয়োজনীয় সরঞ্জামাদি (ডিস্টিলেশন চেম্বার) ওই ল্যাবে ছিল।

সেসময় নতুন মাদকের বিষয়ে অধিদফতরের কর্মকর্তারা জানান, ‘আইস’ লবণের মতো দানাদার জাতীয় এবং এমডিএমএ ট্যাবলেট জাতীয় মাদক। প্রত্যেকটিই উচ্চমাত্রার ‍মাদক যা সেবনের পর মানবদেহে উত্তেজনার সৃষ্টি করে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।