স্থানীয়রা জানান, ওই এলাকার বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকাশ গ্রুপের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে লিটু সমর্থকদের ওপর হামলা চালায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
পিএম/এসআইএস