ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত বন্দুকযুদ্ধ/প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৪০) এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনা হান্নান (৩৭) নামে অপর এক ছিনতাইকারী আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান,  মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে অবস্থান করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী নিহত হয়। এ ঘটনায় হান্নান (৩৭) নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, এরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরে ছিনতাই করে বেড়ায়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, পিস্তলসহ চারটি চাপাতি উদ্ধার করা হয়। হান্নানকে গতকালকে গ্রেফতার করা হয়েছিল। তার দেওয়া তথ্য মতে রাতে অভিযান চালানো হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরায়ারর্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এজেডএস /এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।