ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক সেবন-বিক্রির অভিযোগে আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
মানিকগঞ্জে মাদক সেবন-বিক্রির অভিযোগে আটক ৯

মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৬ মার্চ) ভোর থেকে রোববার (১৭ মার্চ) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বাংলানিউজকে জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় আটকদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ০ দশমিক ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।