জন্মবার্ষিকী উপলক্ষে জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।
রোববার (১৭ মার্চ) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌরসভার মেয়র আবু তাহের, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ প্রমুখ।
এর আগে কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলিত হয়ে শিশু সমাবেশ করে। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে।
এদিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে চলছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআর/আরআইএস/