ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পিস্তলসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে বাঘাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে পুরো উপজেলায় যৌথবাহিনী অভিযান অব্যাহত রেখেছে।

এ ধারাবাহিকতায় শনিবার (১৬ মার্চ) দিনগত রাতে উপজেলার নয় কিলোমিটার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘প্রসীত গ্রুপ’ আস্তানায় হানা দেয় যৌথবাহিনী। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দিকবিদিক পালিয়ে সন্ত্রাসীরা।  

এসময় অভিযানস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, চার রাউন্ড অ্যামুনেশন, নগদ পাঁচ হাজার ৩২ টাকা এবং চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।