রোববার (১৭ মার্চ) সকালে বাঘাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে পুরো উপজেলায় যৌথবাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
এসময় অভিযানস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, চার রাউন্ড অ্যামুনেশন, নগদ পাঁচ হাজার ৩২ টাকা এবং চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জিপি