ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘যা কিছু আছে তাই নিয়ে’ ঢাকাকে পরিষ্কার করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
‘যা কিছু আছে তাই নিয়ে’ ঢাকাকে পরিষ্কার করতে হবে আনিসুল হক সড়কে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন মেয়র আতিকুল/ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যা কিছু আছে তাই নিয়েই ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 

রোববার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে (তেজগাঁও ট্রাক স্ট্যান্ড) ঢাকা উত্তর অংশ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র।

জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীর দিনকে কেন্দ্র করে এ কার্যক্রম উদ্বোধন করার আগে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু একাত্তরে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা কর।

সেই কথায় অনুপ্রাণিত হয়ে আমি বলছি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ো। আমাদের সম্পদ সীমিত। তার মধ্যেই কাজ করে যেতে হবে। প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে মিলে সড়ক পরিষ্কার করব, খাল খনন করব, ড্রেন পরিষ্কার করব। ঢাকার প্রতিটি ওয়ার্ড, সড়ক, দেয়াল ও আনাচে কানাচে পরিষ্কার করে ঢাকাকে সুন্দর করে তুলব।  

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চলবে বলে জানিয়ে মেয়র বলেন, আমাকে অনেক ওয়ার্ড থেকে সংবর্ধনা দেওয়ার জন্য ডাকা হয়। আজ ২৪ নম্বর ওয়ার্ডে আমি এ কার্যক্রম শুরু করে গেলাম। কিন্তু আমি সেইসব ওয়ার্ডেই যাবো যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হবে; দেয়াল অংকন হবে। আমাকে ফুল দেওয়া লাগবে না।  ফুল নিয়ে আমি সময় নষ্ট করব না। ফুলের ভালোবাসা দিয়েন আর সেই ভালবাসা দিয়ে শহরকে সুন্দর করে তুলুন।  

এসময় শহরকে সুন্দর করে গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমরা বিদেশে গেলে যেখানে সেখানে ময়লা ফেলি না। গাড়ির ভেতর থেকে বাইরে জিনিসপত্র ফেলি না। কিন্তু নিজের দেশে ফেলি, কেন? যে দেশের মাটিতে বঙ্গবন্ধু, তার পরিবার শুয়ে আছে সেই মাটিতে কীভাবে আমরা ময়লা ফেলি?

পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের এ আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফিসহ ট্রাক চালক ও মালিক সমিতির নেতারা।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।