রোববার (১৭ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাওসার উপজেলার শিকারপুর এলাকার মান্নান হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শিশির কুমার বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলো শিশু কাওসার হাওলাদার। এ সময় দ্রতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমএস/এএটি