ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ব্যাংকের এমডি’কে দুদকে তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ঢাকা ব্যাংকের এমডি’কে দুদকে তলব সৈয়দ মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ নভেম্বর তাকে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) তাকে এ চিঠি দেওয়া হয়েছে।

সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান পদেও রয়েছেন।

দুদক সূত্র চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানায়, মোটা অংকের ঋণ কেলেংকারি ও ঘুষ নেওয়ার অভিযোগে সৈয়দ মাহবুবুর রহমানকে তলব করা হয়েছে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এর আগে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়াও তিনি প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এ এন জেড গ্রিন্ডলেজ ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।