ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৮০০ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আশুলিয়ায় ১৮০০ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসা-বাড়িতে নেওয়া ১৮০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয়েছে গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার, নিম্নমানের পাইপ, চুলা ও রেগুলেটর।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

সায়েম জানান, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের নিয়মিত অংশ হিসেবে এ এলাকার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় তিন কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে নেওয়া ১৮০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ট্রেস কোয়ালিটি নামক এক শিল্প কারখানার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের চুরি ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মহিউদ্দীন আহম্মেদ, আমিনুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান ও ঠিকাদার মনির প্রমুখ।

এছাড়াও অভিযানে স্থানীয় প্রশাসন ও তিতাসের প্রায় ৮০ জনের একটি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।