ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
‘দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয়’

সিলেট: দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয় বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা সবাই মিলে সরকারের প্রবৃদ্ধি বাড়াতে চাই। আমরা এসডিজি অর্জনকারী দেশে পরিণত হতে চাই।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেট নগরের রিকাবিবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার মানসিকতা বেড়েছে। তাই গত ১০ বছরে কর আদায় কয়েকগুণ বেড়েছে।  

বিভাগীয় কমিশনার বলেন, ২০২১ সালে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ২০৪১ সালে রূপকল্প, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ পালন করবো।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজল।  

উপ কর কমিশনার মো. স্বাদ উল্লাহর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ কর কমিশনার (সদর দপ্তর, প্রশাসন) কাজল সিংহ।

পরবর্তীতে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়কর মেলা- ২০১৯’র উদ্বোধন ঘোষণা করেন।

‘আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেবো’ এই স্লোগানে শুরু হওয়া সাত দিনব্যাপী আয়কর মেলা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় মোট ২৫টি স্টলের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।