ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল, সম্পাদক মাহবুব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল, সম্পাদক মাহবুব মো. রেজাউল করিম রেজা ও মো. মাহবুব হোসেন

নাটোর: নাটোরে ইউনাইটেড প্রেসক্লাবের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে মো. রেজাউল করিম রেজা (দৈনিক কালের কন্ঠ) সভাপতি ও মো. মাহবুব হোসেন (মাছরাঙা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের আলাইপুর এলাকার গোল্ডেন সিটি থাই অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মুক্তার হোসেন (দৈনিক প্রথম আলো)।  

এ সময় অপর দু’জন কমিশনার মো. নাজমুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ) ও মো. আব্দুল মজিদ (দৈনিক আমার সংবাদ) উপস্থিত ছিলেন।  

নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে মো. হালিম খান (এনটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সুফি সান্টু (দৈনিক সময়ের আলো), কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার পারভেজ (দৈনিক সানশাইন), অফিস সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মেহেদী হাসান বাবু (বাংলা টিভি ও বাংলাদেশ জার্নাল), সাহিত্য ও সংস্কৃতি পদে মো. কামাল হোসেন (দৈনিক ভোরের দর্পণ), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাহবুবুর রহমান (দৈনিক বাংলাদেশ কণ্ঠ) ও কার্যকরী নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন খন্দকার শামসুজ্জোহা (দৈনিক রাজ বার্তা), মো. শফিকুল ইসলাম (দৈনিক সকাল বেলা ) ও দেবাশীষ কুমার সরকার (চ্যানেল২৪)।  

প্রধান নির্বাচন কমিশনার মো. মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ২৮ জন। এর মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বল্প পরিসরের নির্বাচন হলেও পরিবেশ ছিল উৎসবমুখর। নির্বাচন চলাকালীন সময়ে নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দুপুরের দিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে নতুন কমিটিকে তারা স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।