ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ১৩ মাদক মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
মেহেরপুরে ১৩ মাদক মামলার আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়াসিম আকরাম ওরফে মাগরিব আলী (৪৫) নামে ১৩ মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাগরিব আলী গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

মাগরিব আলী এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।  

অপর একটি অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত আসামি খাসমহল গ্রামের হেকমত আলীর ছেলে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।