ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন দফা দাবিতে নার্সদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
তিন দফা দাবিতে নার্সদের মানববন্ধন তিন দফা দাবিতে নার্সদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন, বাংলাদশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এসোসিয়েশন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের দাবিগুলো হলো- কারিগরি শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের কম্পিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে গ্রহণ; এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের (এফউব্লিওভি) ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান প্রদান করা যাবে না।

কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন সভাপতি লিজা আক্তার, বাংলাদশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জুবায়ের ফারুক এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এসোসিয়েশনের সভাপতি তাওহীদ সৌরভ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।