ফেনী: ফেনীর শহরের মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়ন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৪ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।
আটক দুই নারী হলেন- ঢাকা গাজীপুরের বাসিন্দা মোসা. শিউলী আক্তার (৩৫) ও টাঙ্গাইল জেলার নাছিমা আক্তার (৩১)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে মহিপাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারী মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় এক হাজার পিস ইয়াবা। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসএইচডি/এসআরএস