ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কেজিতে তরমুজ বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
বরিশালে কেজিতে তরমুজ বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: গরমের স্বস্তিদায়ক মৌসুমি ফল তরমুজ। আর সেই তরমুজ পিস হিসেবে কিনে কেজি হিসেবে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় বরিশালে ৯ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম, আরাফাত হোসেন ও নিশাত ফারাবী নগরের বটতলা, পোর্টরোড, চৌমাথা, নতুনবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে পিস হিসেবে কিনে কেজি হিসেবে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় ৬ জন ব্যবসায়ীকে ৯ হাজার ৭শ টাকা জরিমানা করেন।

অপরদিকে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গৌরনদী উপজেলার আশোকাঠী, মাহিলাড়া ও বাটাজোর বাজারে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এসময় অস্বাভাবিক দামে তরমুজ বিক্রির দায়ে তিনজন তরমুজ ব্যবসায়ীকে তিন হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সহনীয় দামে তরমুজ বিক্রির জন্য বিক্রেতাদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।