ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সংসদ সচিবালয়ের সচিব পদে কে এম আব্দুস সালামের যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
সংসদ সচিবালয়ের সচিব পদে কে এম আব্দুস সালামের যোগদান সংসদ সচিবালয়ের সচিব পদে কে এম আব্দুস সালামের যোগদান

ঢাকা: জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে যোগদান করেছেন কে এম আব্দুস সালাম। এরআগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (২৮ জুলাই) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সচিব কে এম. আব্দুস সালাম ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশনের সচিব, পরিচালক (এনজিও বিষয়ক ব্যুরোতে যুগ্ম সচিব) প্রধানমন্ত্রীর কার্যালয়, সদস্য (অতিরিক্ত সচিব), টেকসই এবং এসআরডিএ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হিসেবে কাজ করেন।  

সচিব হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসকে/এমআরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।