ঢাকা: জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে যোগদান করেছেন কে এম আব্দুস সালাম। এরআগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (২৮ জুলাই) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সচিব কে এম. আব্দুস সালাম ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশনের সচিব, পরিচালক (এনজিও বিষয়ক ব্যুরোতে যুগ্ম সচিব) প্রধানমন্ত্রীর কার্যালয়, সদস্য (অতিরিক্ত সচিব), টেকসই এবং এসআরডিএ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হিসেবে কাজ করেন।
সচিব হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসকে/এমআরএ