ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দেশব্যাপী শিল্প শ্রমিকদের ত্রাণ দিল বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
দেশব্যাপী শিল্প শ্রমিকদের ত্রাণ দিল বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড

ঢাকা: করোনা মহামারিতে আক্রান্ত পুরো বিশ্ব গত দেড় বছরেরও বেশি সময় ধরে মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। করোনার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প-গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।



আর তারই ধারবাহিকতায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের উদ্যোগও নির্দেশনায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড এর আয়োজনে দেশব্যাপী শিল্প সংশ্লিষ্ট শ্রমিকযোদ্ধাদের কষ্ট লাঘব করতে নেওয়া হয়েছে বিশেষ ত্রাণ সহায়তা কার্যক্রম।

দেশব্যাপী ছড়িয়ে থাকা আট হাজার শিল্প শ্রমিক পরিবারকে ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে উপহার। যেখানে থাকছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বুধবার (১১ আগস্ট) বরিশাল সদর, খুলনা সদর, যশোরের ঝিকরগাছা এবং সিরাজগঞ্জের উল্ল্যাপাড়া এলাকায় ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইতিপূর্বে, ঢাকা, সাভার, ভৈরব এবং ময়মনসিংহে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিলো।  

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড এর হেড অব সেলস (বাল্ক) রেদোয়ানুর রহমানের নেতৃত্বে বিজনেস পার্টনারসদের (ট্রেডারস) সঙ্গে নিয়ে দেশব্যাপী ছড়িয়ে থাকা এই শ্রমিকযোদ্ধা ও তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগে সর্বমোট আট হাজার শিল্প শ্রমিক পরিবার পাচ্ছেন এ উপহার সহায়তা। সহযোগিতার এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন>>

>> পাহাড়তলীর শ্রমিকরা পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার
>> 'বসুন্ধরার খাদ্য সহায়তা কার্যক্রম দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত'
>> ‘আল্লা বসুন্ধরা বেটারের জানমাল ভালো রাখুক’
>> ব‌রিশা‌লে ৪১০ শ্রমিক পেলেন বসুন্ধরার উপহার

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমআইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।