ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাগদাদে জাতীয় শোক দিবস পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
বাগদাদে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনায় এবং স্বাগতিক দেশের বিধিনিষেধ মেনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও ইরাকের প্রবাসীদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়।

রোববার (১৫ আগস্ট) দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১১টায় দূতাবাসে রাষ্ট্রদূত ফজলুল বারী উপস্থিত সবাইকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দূতাবাসের কনফারেন্স হলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপরেই ১৫ আগস্ট ১৯৭৫-এর শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সবার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর দূতাবাস পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। এরপরই উপস্থিত দূতাবাস সদস্য ও কমিউনিটির অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অসামন্য কৃতিত্ব, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তারা ১৫ আগস্ট ১৯৭৫ এ বর্বর হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত ফজলুল বারী নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও এ কালজয়ী মহানায়কের সংগ্রামী জীবন-আখ্যান, আদর্শ ও দর্শনের প্রচারে গুরুত্বপালনে উপস্থিত সবার প্রতি আহবান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় ও বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করায় প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামণ্যচিত্র প্রদর্শিত হয়। দোয়া ও মোনাজাত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।