ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরায় বাসচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
রায়পুরায় বাসচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ধুকুণ্দীরচর এলাকায় বাসচাপায় আব্দুল হাই (৬০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।  

বোরবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হাই ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ি থেকে বের হয়ে ওই মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।