ঢাকা: সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার করা হয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেট বিভাগীয় কমিশনার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এর আগে, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। আর সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এমআইএইচ/আরআইএস