লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভবন থেকে পড়ে রণজিৎ কুমার রায় (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রণজিৎ একই জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি তেঁতুলিয়া গ্রামের অভিনাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, স্টোরপাড়া এলাকার আবুল কাশেম হিমাগারের একটি উঁচু ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন রণজিৎ। কাজ করা অবস্থায় ভবনটি থেকে নিচে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআরএস