ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার ড. মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
সিলেটের নতুন বিভাগীয় কমিশনার ড. মোশাররফ

সিলেট: সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলী করা হয়েছে। তাকে পদায়ন করে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তাকে সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই বদলীর আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘন্টা, অক্টোবর ২৯, ২০২১
এনইউ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।