ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনরে বিয়ে বাড়িতে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. ওয়াদুদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এ ঘটনা ঘটে।
ওয়াদুদ ভবানীপুর গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার আ. ওয়াদুদের চাচাতো বোন ইসরাত জাহানের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে সন্ধ্যায় বাড়িতে হলুদের অনুষ্ঠান হচ্ছিলো। এ সময় ওয়াদুদ ফ্যান চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান।
বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই শাহীন আলম।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএইচআর