ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোকালয়ে আসা হরিণটিকে ছাড়া হলো বনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
লোকালয়ে আসা হরিণটিকে ছাড়া হলো বনে

খুলনা: বাঘের তাড়া খেয়ে কিংবা খাদ্যের সন্ধানে খুলনার দাকোপে লোকালয়ে এসে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধারের পর আবারো বনে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে হরিণটিকে বনে ফেরত পাঠানো হয়।

বন ও জীববৈচিত্র্য রক্ষার সংগঠন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য কৈলাশগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দাকোপের রামনগর সরকার বাড়ি মন্দিরের সামনে মরা খাল দিয়ে হরিণটি পার হয়ে লোকালয়ে চলে আসে। শীতের সময় মাঝে মধ্যে এ রকম হরিণ পার হয়।

তিনি জানান, শনিবার ভোরে রামনগর দেবচকের নদী পার হয়ে রামনগর দশঘর বিলের ভেতর দিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে দোলখোলা চলে আসে হরিণটি। এলাকাবাসী দেখতে পেয়ে হরিণটিকে ধরে কৈলাশগঞ্জ ফরেস্ট অফিসে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে।

কৈলাশগঞ্জ টহল ফাঁড়ির দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, গাজী ফিসের পূর্ব কোণের আলিমুলতলার মরা খাল পার হয়ে চলে এসে হরিণটি। আর যেতে পারেনি। স্থানীয় লোকদের সহায়তায় টাইগার টিম, সিপিজির সদস্যদের নিয়ে হরিণটিকে ধরে কৈলাশগঞ্জ টহল ফাঁড়ির পুকুরপাড়ের বনে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।